চাঁপাইনবাবগঞ্জে গরু চুরি, গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:০৭

ছবি : বাংলাদেশের খবর
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাঁকা ডহর গ্রামে এক কৃষকের ঘাসের জমি থেকে গরু চুরির ঘটনায় দুটি গরু উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গত ১৪ মার্চ ভোরে খামার মালিক মো. রিডু মিয়া তার গরুর পাল মাঠে নিয়ে গেলে সকাল ৮টার দিকে একটি গাভী বাচ্চা প্রসবের চেষ্টা করছিল। তিনি গাভীটিকে মাঠে রেখেই অন্য গরু খামারে নিয়ে যান। দুপুর ১২টার দিকে ফিরে এসে গাভী ও নবজাতক বাছুরকে আর খুঁজে পাননি।
ঘটনার পরপরই সদর থানায় মামলা হলে ওসি মতিউর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নাচোল উপজেলা থেকে মো. হৃদয় আলী ও মো. সামাদকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তিতে গোমস্তাপুর উপজেলার হ্যাঞ্জলপাড়ার একটি বাড়ি থেকে চুরি যাওয়া গাভী ও বাছুর উদ্ধার করা হয়।
সদর থানার ওসি মতিউর রহমান বলেন, গরু চুরির ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। আরও অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বদিউজ্জামান রাজাবাবু/এআরএস