Logo

সারাদেশ

প্রেমের ফাঁদে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:১৩

প্রেমের ফাঁদে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে প্রেমের সম্পর্ক গড়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে শাহাবুদ্দিন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৮ বছর বয়সী তরুণী সোমবার (২৮ এপ্রিল) রাতে কালিয়াকৈর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। মামলার এজাহারে বলা হয়, তিন মাস আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে শাহাবুদ্দিনের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক হয়। পরে চাকরির প্রলোভন দেখিয়ে গত ৩ মার্চ কালামপুর এলাকায় একটি বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে রুম ভাড়া নিয়ে থাকেন তারা।

সেই বাসায় তরুণীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। সর্বশেষ ১০ এপ্রিল ধর্ষণের পর শাহাবুদ্দিন পালিয়ে যান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও মেয়েটির নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

দেলোয়ার হোসেন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর