মৌলভীবাজারে আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:২২

ছবি : বাংলাদেশের খবর
মৌলভীবাজারে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ লাখ ৬ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ, দুটি পাইপগান, ছয় রাউন্ড কার্তুজ, হাইড্রোলিক কাটার, তালা ভাঙার শাবল, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার শেরপুর ঈদগাহ এলাকার একটি বাড়িতে তালা ভেঙে ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ ৯ হাজার টাকা লুট করা হয়। ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা ২১ এপ্রিল সদর উপজেলার একটি বাড়িতে ডাকাতির সঙ্গেও জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওই ঘটনায় আরও ২ লাখ ৩৯ হাজার টাকা লুট করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জ জেলার বাসিন্দা মো. রায়হান মিয়া, আক্কুল মিয়া, আফাজ মিয়া, মনর মিয়া, আশোক কুমার দে, তোফায়েল আহমদ এবং স্বর্ণালংকারের ক্রেতা দিনেশ কর্মকার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও সদর থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ উদ্দীন।
এআরএস