Logo

সারাদেশ

শ্যামনগরে কালিঞ্চি খাল পুনঃখনন শুরু

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:২৭

শ্যামনগরে কালিঞ্চি খাল পুনঃখনন শুরু

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরার শ্যামনগরে পানির নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে কালিঞ্চি খাল পুনঃখনন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় এ প্রকল্পের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল, প্রোগ্রাম প্রধান এনামুল হক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। খালে কাঠের সেতু নির্মাণে স্থানীয়দের অবদান প্রায় ৩ লাখ টাকা।

পুনঃখননের ফলে বর্ষায় পানি সংরক্ষণ এবং খরায় সেচ সুবিধা নিশ্চিত হবে। এতে খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। খালটি লবণাক্ততা নিয়ন্ত্রণেও সহায়ক হবে।

আব্দুস সামাদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর