Logo

সারাদেশ

টাঙ্গাইলে এলজিইডিতে দুদকের অভিযান

Icon

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:৪১

টাঙ্গাইলে এলজিইডিতে দুদকের অভিযান

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামানের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।

দুদক জানায়, প্রকল্পের কাজ সম্পন্ন না করেই অগ্রিম বিল উত্তোলন, নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের গুণগতমান বজায় না রাখা এবং কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে।

দুদকের টাঙ্গাইল সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মাঠ পর্যায়ে যাচাই শেষে কালিহাতী, মধুপুর, ভূঞাপুর ও সখীপুর উপজেলাতেও অভিযান চালানো হবে।

রেজাউল করিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর