Logo

সারাদেশ

তেঁতুলিয়ায় নিম্নমানের সড়ক নির্মাণে দুদকের অভিযান

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:৫৪

তেঁতুলিয়ায় নিম্নমানের সড়ক নির্মাণে দুদকের অভিযান

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের গুয়াবাড়ি থেকে সিপাইপাড়া ইউনিয়নের হাজিপাড়া পর্যন্ত ইউনি ব্লক সড়কের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদকের ঠাকুরগাঁও কার্যালয়।

অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন। তিনি জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে সড়কের বিভিন্ন অংশ থেকে নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।

স্থানীয়রা অভিযোগ করেন, সড়কের সাব-গ্রেড ও সাব-বেইজ নির্মাণে বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে এবং নিম্নমানের ইট খোয়া ব্যবহার করা হচ্ছে। কাজের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে এলজিইডির তত্ত্বাবধানে ১১ কোটি ৯৮ লাখ টাকায় প্রায় ৬ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পান ঝিনাইদহের মিজানুর রহমান। পরে তিনি কাজটি ঠাকুরগাঁওয়ের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেন।

তেঁতুলিয়ার উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান বলেন, কাজের মান ভালো এবং এখানে বালু-পাথরের ব্যবহারে কোনো অনিয়ম নেই। তবে দুদক যেহেতু নমুনা সংগ্রহ করেছে, পরীক্ষা-নিরীক্ষার ফল অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসকে দোয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর