Logo

সারাদেশ

ছনকা উচ্চ বিদ্যালয় স্থানান্তর নিয়ে মতবিনিময় সভা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৮:০১

ছনকা উচ্চ বিদ্যালয় স্থানান্তর নিয়ে মতবিনিময় সভা

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছনকা উচ্চ বিদ্যালয় স্থানান্তর নিয়ে ছনকা গ্রামবাসী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রামবাসীরা বিদ্যালয় স্থানান্তর সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, নদীর পশ্চিম পাড়ের শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং নদী পারাপার অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ। গ্রীষ্ম ও বর্ষার সময় শিশুরা প্রচণ্ড রোদ ও ঝুঁকি নিয়ে নদী পার হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়টি নদীর পশ্চিম পাড়েই স্থাপন করা হোক—এটাই তাদের দাবি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

এ ছাড়া উপস্থিত ছিলেন ছনকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহজাহান, ম্যানেজিং কমিটির সভাপতি মো. খোরশেদ আলম, বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মো. আব্দুল হাই, বরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হোসেন, প্রধান শিক্ষক আব্দুস সালাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, ছাত্রদল সভাপতি মো. জাহিদ হাসানসহ হাজারো গ্রামবাসী।

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর