Logo

সারাদেশ

নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই বোন

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৮:০৫

নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই বোন

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের হাজী পাড়া এলাকায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন অগ্নিদগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন ডোমার উপজেলার হরিণচড়া গ্রামের মো. আবুল কাশেমের মেয়ে সুইটি আক্তার (২০) ও তাসকিনা আক্তার (২৩)। 

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, দুই বোনই উত্তরা ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তারা ভাড়া বাসায় বসবাস করতেন। রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দুইজনকে উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতালে নেন। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

তৈয়ব আলী সরকার/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর