কিশোরগঞ্জে সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ, দুদক জানাল অভিযোগ অসত্য

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৮:১২

ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে একটি সড়কে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কলাপাড়া মোড় থেকে নীলগঞ্জ হাজীরগল পর্যন্ত নির্মিত সড়কে এ অভিযান পরিচালিত হয়।
দুদক জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে কিশোরগঞ্জ-নীলগঞ্জ-তাড়াইল সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির জানান, মেরামতকৃত ৪ কিলোমিটার ৩১০ মিটার সড়কের কাজের গুণগতমান পরীক্ষা করা হয়েছে। সড়কের মেকাডম, কার্পেটিং এবং ইটের গুণমান ঠিক রয়েছে এবং নির্ধারিত মানের মধ্যে পাওয়া গেছে।
কিশোরগঞ্জ দুদকের সহকারী পরিচালক ইশতিয়াদ আহমেদ বলেন, সড়কের গুণগতমান পরীক্ষা করার জন্য এলজিইডির কাউকে না রেখে নিরপেক্ষ প্রকৌশলী নিয়োগ করা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, অভিযোগটি অসত্য।
আব্দুর রউফ ভূঁইয়া/এআরএস