ভাইরাল
কিশোরগঞ্জে বৃক্ষরোপণে অর্থচেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিঠি

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৮:২৫

ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির জন্য বিভিন্ন অফিসে আর্থিক সহায়তা চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের দেওয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি ঘিরে ওঠেছে চাঁদাবাজির অভিযোগ। যদিও সংশ্লিষ্ট নেতারা এটিকে সামাজিক কার্যক্রম বলে দাবি করছেন।
চিঠিতে বলা হয়েছে, মে দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে ১৫ হাজার গাছ লাগানো হবে। এজন্য আর্থিক ও সার্বিক সহায়তা চাওয়া হয়েছে। এতে সংগঠনের সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্সসহ কয়েকজন নেতার স্বাক্ষর থাকলেও আহ্বায়ক ইকরাম হোসেনের স্বাক্ষর নেই।
এ বিষয়ে আহ্বায়ক ইকরাম বলেন, ‘কোনো বৈঠক ছাড়াই এ কর্মসূচি নেওয়া হয়েছে। আমি বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছি।’
অন্যদিকে, সদস্য সচিব ফয়সাল প্রিন্স দাবি করেন, ‘এটা চাঁদাবাজি নয়। আমরা পরিবেশ রক্ষায় কাজ করতে চাইছি। কেউ কেউ বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।’
তবে প্রশ্ন উঠেছে, দলীয় সমন্বয় ছাড়াই এমন উদ্যোগ নেওয়া কতটা যৌক্তিক। আহ্বায়কের অনুপস্থিতিতে চিঠির বৈধতাও নিয়ে আলোচনা চলছে।
এআরএস