চৌদ্দগ্রামে নির্মাণকাজে যুবলীগ নেতার অনিয়ম তদন্তে দুদক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৪৩

ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার চৌদ্দগ্রামের যাত্রাপুর-পারুয়ারা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে দুদক কুমিল্লার সহকারী পরিচালক তারেকুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম সড়কটি পরিদর্শন করে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য অনুযায়ী, কাশিনগর থেকে পারুয়ারা পর্যন্ত ২ দশমিক ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণে প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকার প্রকল্পে কাজ পায় যুবলীগ নেতা সুমন পাটোয়ারীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পাটোয়ারী ট্রেডার্স।
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে গত বছর সংবাদ প্রকাশিত হলে দুদক তদন্ত শুরু করে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার দীর্ঘ সময় কাজ বন্ধ রেখে পরে প্রভাব খাটিয়ে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ শুরু করেন।
সড়ক পরিদর্শন শেষে দুদকের সহকারী পরিচালক তারেকুর রহমান বলেন, ‘সড়কটি সরেজমিনে পরিদর্শন করেছি। পর্যালোচনা শেষে প্রতিবেদন দাখিল করব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী প্রকৌশলী ও কুমিল্লার নির্বাহী প্রকৌশলীও তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী বলছেন, ক্ষমতার দাপটে কাজের মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেননি। এখন তদন্তে সত্য উদঘাটন হবে কি না, সেটাই দেখার বিষয়।
এআরএস