মহাসড়কে ট্রাক থামিয়ে চালক-হেল্পারকে বেঁধে তেল লুট

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৪

ছবি : সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক থামিয়ে চালক ও হেল্পারকে মারধর করে ২১ লাখ টাকার পামওয়েল তেল লুট করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ট্রাকচালক শ্যামল কুমার বিশ্বাস ধামরাই থানায় অভিযোগ করেন।
ভুক্তভোগী শ্যামল পাবনার সুজানগর থানার মানিকদী এলাকার বাসিন্দা। হেল্পার মাসুম একই জেলার কৃষ্ণপুর এলাকার।
অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ৭৫ ড্রাম বাটার ফ্লাই ব্র্যান্ডের পামওয়েল তেল (মূল্য প্রায় ২১ লাখ টাকা) বোঝাই করে পাবনায় যাচ্ছিলেন তারা। পথে বালিথায় একটি পিকআপ ভ্যান ট্রাকটিকে ওভারটেক করে সামনে গিয়ে ব্যারিকেড দেয়।
এরপর চারজন দুষ্কৃতকারী ট্রাকচালক ও হেল্পারকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে, হাত-পা ও মুখ বেঁধে মোবাইলফোন ছিনিয়ে নেয়। পরে তাদের পিকআপে উঠিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে উপজেলার জয়পুরা এলাকায় একটি কলাগাছের সঙ্গে বেঁধে রেখে তেলবোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যায়।
পরে ভুক্তভোগীরা পায়ের বাঁধন খুলে কাছের একটি হোটেলে গিয়ে লোকজনকে জানালে পুলিশ ৯৯৯ নম্বরে কল পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ট্রাক লুটের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্তে একাধিক টিম মাঠে কাজ করছে।
এআরএস