
ছবি : বাংলাদেশের খবর
১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে কক্সবাজারের কুতুবদিয়ায় শোক র্যালি ও দোয়া মাহফিল হয়েছে। একইসঙ্গে টেকসই বেড়িবাঁধ ও ফেরি চালুর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে দ্বীপবাসী।
মঙ্গলবার (২৯এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘দ্বীপবাসীর জীবন রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ ও ফেরি সার্ভিস চালু জরুরি।’ পরে কাঁপনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে কুতুবদিয়া সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, কুতুবদিয়ার চারপাশে টেকসই বেড়িবাঁধ, মগনামা-পারাপারে ফেরি চালু এবং ১ নম্বর ওয়ার্ডবাসীর পুনর্বাসন এখন সময়ের দাবি।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস