মাথা বের করতেই ওভার ব্রিজের পিলারে ধাক্কা, ট্রেনযাত্রী নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২০:৩৩
-6810e33b880a6.jpg)
নাটোরে চলন্ত ট্রেন থেকে মাথা বের করায় ওভার ব্রিজের পিলারে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয় এক যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধনগর রেলওয়ে স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বুড়িমারিগামী ‘বুড়িমারি এক্সপ্রেস’ ট্রেনের দরজার বাইরে মাথা বের করে দেখছিলেন অজ্ঞাত পরিচয় এক যাত্রী। এ সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেখানে পড়ে গিয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়।
মাধনগর রেলস্টেশনের মাস্টার মো. উজ্জল আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে বুড়িমারিগামী ‘বুড়িমারি এক্সপ্রেস’ ট্রেনের দরজার বাইরে মাথা বের করে বাইরে দৃশ্য দেখছিলেন ওই ব্যক্তি। এ সময় অসাবধানতাবশত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা লেগে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
এমএইচ/এমইউ