Logo

সারাদেশ

ফেনীতে ছাত্রদল নেতার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক আরিফ আজমকে হত্যার হুমকি

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২০:৩৭

ফেনীতে ছাত্রদল নেতার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর সময় পত্রিকার চীফ রিপোর্টার আরিফ আজমকে হত্যার হুমকির প্রতিবাদে এবং অভিযুক্ত জেলা ছাত্রদলের সহ-সম্পাদক জিল্লুর রহমানের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ডেইলি স্টার প্রতিনিধি আবু তাহের।

মানববন্ধনে ফেনীর বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় বক্তারা অবিলম্বে হুমকিদাতা ছাত্রদল নেতা জিল্লুর রহমানসহ সাংবাদিক নিপীড়নকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জানা গেছে, সোমবার দৈনিক ফেনীর সময়-এ ‘ফেনী কলেজ গেটের ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে সাংবাদিক আরিফ আজমকে ফোনে হত্যার হুমকি দেন জিল্লুর রহমান। এ ঘটনায় ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। হুমকিদাতাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এদিকে, সম্প্রতি ফেনীতে একাধিক সাংবাদিক হামলা ও হয়রানির শিকার হয়েছেন। ২৩ এপ্রিল মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক ফেনী পত্রিকার সম্পাদক আরিফুল আমিন রিজভী ও প্রতিবেদক তারেক চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়। এর আগে ২৪ ফেব্রুয়ারি বালু উত্তোলন নিয়ে প্রতিবেদন করায় ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুকের ওপর হামলা হয়।

মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর