Logo

সারাদেশ

বরগুনায় দাখিল পরীক্ষায় মোবাইল দেখে উত্তর লেখার ভিডিও ভাইরাল

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২১:১৯

বরগুনায় দাখিল পরীক্ষায় মোবাইল দেখে উত্তর লেখার ভিডিও ভাইরাল

ছবি : বাংলাদেশের খবর

বরগুনায় দাখিল পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫৩ সেকেন্ডের ওই ভিডিওটি মঙ্গলবার (২৯ এপ্রিল) ফেসবুকে প্রকাশ হলে দ্রুত ভাইরাল হয়।

ঘটনাটি ঘটে বরগুনা সদর উপজেলার দারুল উলুম নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৩ এপ্রিল ওই কেন্দ্রে হাদিস শরিফ বিষয়ের পরীক্ষা চলাকালে কিছু পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লেখেন। ভিডিওতে দেখা যায়, এক পরীক্ষার্থী নিজের খাতা ভিডিও করছেন এবং অন্যদের মোবাইল দেখে লিখতেও দেখা গেছে। একই ভিডিওতে দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষককেও দেখা যায়।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ মামুন অর রশিদ বলেন, ‘কয়েক দিন আগে মাদ্রাসায় একটি ঝামেলা হয়েছিল। কেউ আমাকে হেয় করার জন্য এ কাজ করেছে। আমি প্রয়োজনে কেন্দ্র সচিবের দায়িত্ব ছেড়ে তদন্তে সহায়তা করব।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর