Logo

সারাদেশ

ভাঙ্গায় দোকানের জায়গা নিয়ে বিরোধ-সংঘর্ষ, আহত ১০

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২১:৩৪

ভাঙ্গায় দোকানের জায়গা নিয়ে বিরোধ-সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১০ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজারের একটি দোকান ঘরের জায়গা নিয়ে পশ্চিম আলগী গ্রামের দেলো মাতুব্বরের সাথে একই গ্রামের আলী মাতুব্বরের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে।

সেই জমি নিয়ে আজ সকালে এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশে বসে দুই পক্ষ। সালিশ চলাকালীন সময়ে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষের শত শত লোকজন দেশীয় অস্ত্র (ঢাল, সরকি, রামদা, ইট-পাটকেল) নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে৷

পরে ভাঙ্গা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় লিমন (২৬), রাজীব (২৮) নামে দুজনকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।  

এ বিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। 

এমইউই/এমইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর