সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারের দাবি

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩৯
-68118d556b38c.jpg)
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা জজ আদালত ভবনের আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো, সহসভাপতি রবিউল আহসান প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হয়ে বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করেছেন। তার প্রত্যক্ষ মদদেই শেখ হাসিনার গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে গেছেন।
তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে খায়রুল হক দেশের ভোটাধিকার হরণ করেছেন। তার মতো একজন বিচারপতির কাছ থেকে এ ধরনের আচরণ জাতি কখনো আশা করেনি। তিনি ছিলেন বিচার বিভাগের ওপর এক কলঙ্ক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খায়রুল হকের বিচার না হলে দেশের আইনজীবীরা বসে থাকবে না। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলন শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা আদালত চত্বরে একটি বিক্ষোভ মিছিল করেন। এতে জেলার বিভিন্ন স্তরের আইনজীবীরা অংশ নেন।
- তৈয়ব আলী সরকার/এটিআর