Logo

সারাদেশ

ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি, কারখানাকে জরিমানা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৫৬

ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি, কারখানাকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ এবং ক্ষতিকর রং মিশিয়ে মেয়াদবিহীন আইসক্রিম উৎপাদনের দায়ে চাঁদপুরে ‘ফ্রেশকো আইসক্রিম’ কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) শহরের বিপনীবাগ মমিনপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি হচ্ছিল। পাশাপাশি অন্য কোম্পানির মোড়ক ব্যবহার করে মেয়াদবিহীন ও ক্ষতিকর রং মেশানো আইসক্রিম বাজারজাত করা হচ্ছিল। এসব অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন। একই সঙ্গে বিপজ্জনক রাসায়নিক দ্রব্যও জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানকালে ক্যাবের প্রতিনিধি বিপ্লব সরকার ও সদর মডেল থানা পুলিশের একটি দল সহায়তা করে।

  • আলআমিন ভূঁইয়া/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর