অবৈধভাবে বালু উত্তোলন
ফেনীতে আ.লীগ-বিএনপির নেতাসহ ৩২ জনের নামে মামলা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৯:২৪

ফেনীর মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আওয়ামী লীগ নেতা মীরু চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
ফেনীর পরশুরাম থানায় সোমবার (২৮ এপ্রিল) রাতে এ মামলা দায়ের করেন পরশুরাম পৌর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. ইয়াছিন।
মামলাটি মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত) ৪/৫/১১/১৫ ধারায় দায়ের করা হয়েছে।
আসামিরা হলেন, আওয়ামী লীগ নেতা মীর আহমেদ চৌধুরী (৬০), মিশন হেলফ ফাউন্ডেশনের সভাপতি মো. ইমাম হোসেন সজীব (৩৫), হাবিব উল্যা (৫০), পিংকু ভূঞা (৩৮), মো. হারুন ভূঞা (৩৫), ছায়দুল হক হাজারী (৩৫), আলী হোসেন (৪০), আবদুল মুনাফ (৪৮), আবদুল কাদের (৩৭), আবদুস সামাদ (৩৪), মো. মোস্তফা আবদুল হামিদ (৩৩), মো. রিপন (৪০), মো. এমরান (৪২), স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনসুর (২৮), মির্জানগর ইউনিয়ন যুবদলের সদস্য মো. ফারুক (২৭), মো. মিশু (৩৮), মির্জানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল (৩৩), মো. ছিদ্দিক (৩৫), মো. আলম (২৯), মোহাম্মদ বাবুল (২৯), মনছুর আলী (৫০), মাহবুল হক (৫১), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহার সর্দার (৪৫), বাবুল মিয়া (৩৯), আবদুর রহিম (৪০), হারেছ মিয়া (৩৮), জাহিদুল করিম (৩৯), মোহাম্মদ বাবু (২৫), মোহাম্মদ কাইয়ুম (৩৬), নুরুন্নবী (হোনা মিয়া) (৪৫), আমির হোসেন (৪২), জাকির হোসেন (৪০)।
এজহারে বলা হয়েছে, মীরু চৌধুরী ১৪৩০ বাংলা সনে মুহুরী নদীর বালুমহাল ইজারা পেয়েছিলেন। কিন্তু শর্তানুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না দেওয়ায় জেলা প্রশাসক কার্যাদেশ ও দখল দেননি। এরপরও মীরু চৌধুরী অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম শুরু করেন।
চলতি বছরের ৩ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সজিবের নেতৃত্বে ৯ লাখ ঘনফুট বালু ড্রেজারের মাধ্যমে উত্তোলন করা হয়। বালুর মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা, যা অবৈধভাবে নদীর উভয় পাড়ে স্তুপ করা হয়েছে।
বালু উত্তোলনের কারণে নদীর পাড় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।
এমরান পাটোয়ারী/এমজে