Logo

সারাদেশ

ইটভাটার গ্যাসে পুড়ল ১২০ হেক্টর জমির ধান, কৃষকের কান্না

Icon

মো. মনোয়ার হোসেন (রুবেল), ধামরাই

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪৭

ইটভাটার গ্যাসে পুড়ল ১২০ হেক্টর জমির ধান, কৃষকের কান্না

ঢাকার ধামরাইয়ে ইটভাটার গ্যাসে পুড়ে গেছে প্রায় ১২০ হেক্টর জমির বোরো ধান। উপজেলার তিনটি ইউনিয়নের শতাধিক কৃষক এই ক্ষতির মুখে পড়েছেন। কৃষকরা বলছেন, ফসল ঘরে তুলতে আর মাত্র দুই সপ্তাহ সময় লাগত। কিন্তু গ্যাসে পুড়ে যাওয়ায় সব শেষ হয়ে গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আমতা, সানোড়া ও সোমভাগ ইউনিয়নের বিভিন্ন মাঠে গ্যাসে ধানগাছের পাতা ও ছড়াগুলো পুড়ে গেছে। ফলে গাছগুলোতে ধান পরিপক্ব হয়নি। এতে পুরো মৌসুমের ফসল হানিকর হয়ে উঠেছে।

বড় নারায়ণপুর এলাকার কৃষক মো. লাবু মিয়া জানান, আরবিসি ইটভাটা থেকে গত শনিবার (২৬ এপ্রিল) গ্যাস ছাড়া হলে তার ২০০ শতাংশ জমির ধান পুড়ে যায়। তিনি বলেন, ‘এই ধানগুলো আর দুই সপ্তাহ পরেই কাটা যেত। এখন পাতাগুলো কালচে হয়ে গেছে, আর ধানের ছড়ায় কিছুই নেই। পুরো ক্ষেতটা শেষ।’

একই এলাকার কৃষক গোলাপ হোসেন বলেন, ‘৩৩ শতাংশ জমিতে ধান চাষ করেছিলাম। সব পুড়ে গেছে। এখন কী করব বুঝি না।’

সানোড়ার বাসনা নয়াপাড়ার কৃষক আমজাদ হোসেন বলেন, ‘৪৭ শতাংশ জমি চাষ করেছি ধার করে। গ্যাসে সব ধান শেষ। ক্ষেত দেখলেই কান্না আসে। স্ত্রী তো ক্ষেতের দিকে তাকাতে চায় না।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধামরাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরিফুর রহমান। তিনি বলেন, ‘এ বছর ধামরাইয়ে আবহাওয়া অনুকূলে থাকায় রেকর্ড পরিমাণ ফলন হয়েছিল। কিন্তু হঠাৎ খবর পেলাম, উপজেলার কয়েকটি জায়গায় ইটভাটার চুল্লি বন্ধ করে দিয়েছে, যে কারণে প্রায় ১২৫ হেক্টর জমির ধান পুড়ে গেছে। কৃষকদের বলেছি, মাটিতে পানি ধরে রাখতে, তাতে যদি পাতা কিছুটা বৃদ্ধি পেয়ে পরিপুষ্টতা আসে।’ 

তিনি আরও বলেন, ‘এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ। ধামরাইয়ে কৃষি থাকবে, নাকি ইট ভাটা। ইট ভাটার কারণে ফল হচ্ছে না, ফুল ঝরে পড়ছে। অন্যান্য ফসল নষ্ট হচ্ছে। প্রতিবছর এভাবে ধান পুড়ে যায়। কৃষক যখন এমন ফসল দেখেন, এটার আর্থিক ক্ষতিপূরণ সম্ভব নয়। এটি দেশেরও সম্পদ। টাকা দিয়ে কারখানায় বানানো সম্ভব নয়। ফলে এটার স্থায়ী সমাধান প্রয়োজন। যাতে এভাবে কৃষকের ফসল না পুড়ে যায়।’ 

স্থানীয় সূত্র জানায়, ধামরাইয়ে প্রায় ২০০টির বেশি ইটভাটা রয়েছে। এর মধ্যে দেড় শতাধিক অবৈধ। প্রতিবছর এসব ভাটা থেকে গ্যাস নির্গত হয়ে ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি করে। স্থানীয়দের দাবি, অবিলম্বে এসব ইটভাটা বন্ধ করতে হবে।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর