
ফেনীর ছাগলনাইয়ায় মাটি কাটার অভিযোগে আটক ব্যক্তিদের গাড়ি জব্দ করে প্রশাসন। ছবি: বাংলাদেশের খবর
ফেনীর ছাগলনাইয়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৮ জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে মাটি পরিবহন কাজে ব্যবহৃত ছয়টি পিকআপ জব্দ করা হয়েছে এবং একটি এক্সকেভেটর অকেজো করে দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পূর্ব ছাগলনাইয়া এলাকায় দুলাল হোসেনের ছেলে রকি (২৪), পূর্ব পাঠানগড় এলাকার নুরুন নবীর ছেলে জহির, বাঁশপাড়া এলাকার আবুল কালামের ছেলে রিফাত, পূর্ব শিলুয়া এলাকার এরশাদ উল্লার ছেলে রিয়াজ, নিজ পানুয়া এলাকার মীর হোসেনের এর ছেলে সোহাগ, মটুয়া এলাকার মো. ইউনুছের ছেলে এমদাদুল হক, মাটিয়াগোদা এলাকার আবু তাহেরের ছেলে মোজাম্মেল হক মিয়া এবং দক্ষিণ সতর এলাকার আব্দুল হালিমের ছেলে আরাফাত হোসেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ। তাকে সহায়তা করে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।
সহকারী কমিশনার শিবু দাশ জানান, সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও গভীর রাতে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এমরান পাটোয়ারী/এমআই