Logo

সারাদেশ

সাটুরিয়ায় বিকল্প বেইলি সেতু এখন মরণফাঁদ

Icon

সাটু‌রিয়া (মা‌নিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:১৪

সাটুরিয়ায় বিকল্প বেইলি সেতু এখন মরণফাঁদ

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের সাটুরিয়ায় গাজীখালী নদীর ওপর নির্মিত বিকল্প বেইলি সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারের অভাবে এটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

২০১৩ সালে মূল সেতুর বিকল্প হিসেবে নির্মিত হয় এই বেইলি সেতু। এরপর ২০১৫ সালে নতুন সেতু চালু হলেও বিকল্প সেতুটি অপসারণ করা হয়নি। স্থানীয় জনচাপের মুখে এটি রয়ে গেলেও দীর্ঘদিন ধরে এর কোনো সংস্কার হয়নি।

এলাকাবাসী জানায়, সেতুটির আশপাশেই রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডায়াগনস্টিক সেন্টার, স্কুল ও কলেজ। ফলে প্রতিদিন হাজারো মানুষ এ সেতু দিয়ে চলাচল করে। কিন্তু এখন সেটি একদিকে হেলে পড়েছে। আগাম বৃষ্টিতে দক্ষিণ পাশের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় ঝুঁকি আরও বেড়েছে।

সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু বলেন, ‘সংযোগ সড়ক ভেঙে গিয়ে সেতুটি হেলে পড়েছে। দ্রুত সংস্কার প্রয়োজন।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইমরুল হাসান জানান, ‘সেতুটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

এদিকে সড়ক ও জনপথ বিভাগ 'চলাচলের অনুপযোগী' সাইনবোর্ড টানিয়ে দায়মুক্ত হলেও জনগণ এখনো ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয়দের দাবি, সেতুটি দ্রুত সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক।

মো. মাসুদ রানা/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর