ফেনীতে হলুদ সাংবাদিকতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:২০

ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসনের সার্কিট হাউস কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রোমেন শর্মার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা এস. এম. আল আমিন। কর্মশালায় প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আচরণবিধি প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী কর্মশালায় প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪; সাংবাদিকতার নৈতিকতা এবং হলুদ সাংবাদিকতা পরিহারের নানা দিক তুলে ধরেন রিসোর্স পারসনরা। এতে ফেনীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
এআরএস