Logo

সারাদেশ

কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ায় গঙ্গাস্নান

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৩৮

কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ায় গঙ্গাস্নান

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অক্ষয় তৃতীয়া উপলক্ষে গঙ্গাস্নানে অংশ নিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। বুধবার (৩০ এপ্রিল) সকাল থেকে গঙ্গাস্নানের উদ্দেশ্যে সমুদ্রসৈকতে জড়ো হন হাজারো ভক্ত।

আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের আয়োজনে ভোর ৫টা থেকে শুরু হয় আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণু ও গঙ্গামায়ের পূজা। সকাল ১১টায় অনুষ্ঠিত হয় গঙ্গাস্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীগুরু প্রাণপুরুষ শ্রীশ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জগৎমাতা হরপ্রিয়া দেবী ও ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী।

আলোচনা করেন রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন, প্রভাষক সঞ্জয় মণ্ডল, শ্যামল চন্দ্র মালো, গোবিন্দ কুমার দেবনাথ, অধ্যাপক সঞ্জয় মণ্ডল ও বাসুদেব রায় প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নেওয়া ঢাকার কনিকা রায় বলেন, ‘এই তিথিতে গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্যলাভ হয়। এতে রোগ-শোক কেটে যায় এবং জীবন সুখে-সমৃদ্ধিতে ভরে ওঠে।’

অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে প্রশাসনের সহযোগিতা পাওয়া গেছে বলে জানান আয়োজকেরা। মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার জানান, দর্শনার্থীর চাপ বেশি থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জাকারিয়া জাহিদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর