Logo

সারাদেশ

কুমিল্লায় ৭০ ঘর হস্তান্তর, বন্যাদুর্গতরা পেলেন আশ্রয়

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৪৫

কুমিল্লায় ৭০ ঘর হস্তান্তর, বন্যাদুর্গতরা পেলেন আশ্রয়

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর ও উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩০ এপ্রিল) জেলার চৌদ্দগ্রামের গোলপাশা ইউনিয়নের কুমাল্লা গ্রামে উপকারভোগী মো. আলম মিয়ার বাড়ির সামনে আয়োজিত অনুষ্ঠানে এ ঘর হস্তান্তর করা হয় ।

২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কুমিল্লায় নির্মিত ৭০টি ঘরসহ দেশের বিভিন্ন এলাকায় মোট ৩০০টি ঘর হস্তান্তর করা হয়। জেলার বুড়িচংয়ে ২৯, ব্রাহ্মণপাড়ায় ১০, সদর দক্ষিণে ৬, চৌদ্দগ্রামে ১০, মনোহরগঞ্জে ১০ ও নাঙ্গলকোটে ৫টি ঘর বিতরণ করা হয়েছে। এসব ঘর নির্মাণে সহায়তা করেছে সেনাবাহিনীর ২৪ ও ৩৩ পদাতিক ডিভিশন।

ড. ইউনূস বলেন, ‘গত বছরের বন্যার ক্ষতি আমরা পুরোপুরি উপলব্ধি করেছি পরে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ছিল, তা আমরা পালন করেছি।’

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, মুখ্য সচিব সিরাজ উদ্দিন, আশ্রয়ণ প্রকল্পের পরিচালক মনিরুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন। এ সময় বুড়িচংয়ের মিথিলাপুর গ্রামের আব্দুর রশিদের হাতে ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক ও লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে কুমিল্লার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন উপজেলার উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর