গ্রামের উৎসব, শহরের আকর্ষণ : শেরপুরে লাঠি খেলার বিশেষ আয়োজন

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৫৪

ছবি : বাংলাদেশের খবর
শেরপুরের শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া বাজারে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। খেলা দেখতে হাজারো দর্শক জমায়েত হয়। ঢাক-ঢোলের তালে তালে লাঠিয়ালরা বিভিন্ন কসরত প্রদর্শন করে দর্শকদের মন জয় করেন।
লাঠি খেলার মধ্যে ২ পেন্টি, ৪টি লাঠি, তলোয়ার খেলা, ছুরি খেলাসহ নানা আয়োজন ছিল। খেলা দেখতে আনন্দিত হয়ে প্রাচীন এই খেলাটি ধরে রাখতে অনেকেই দাবি জানান।
১০২ বছর বয়সী লাঠিয়াল শমশের আলী বলেন, ‘আমি ছোটবেলা থেকেই এই খেলা খেলি, যতদিন বাঁচব, খেলব।’
স্থানীয়রা জানান, লাঠি খেলা এক সময় গ্রামবাংলার প্রধান বিনোদন ছিল, তবে এখন এটি হারিয়ে যাচ্ছে। প্রবীণ শিক্ষক দুলাল মিয়া বলেন, ‘এই খেলা টিকিয়ে রাখতে সরকারের সহায়তা প্রয়োজন।’
খেলার আয়োজক, খড়িয়া কাজিরচর ইউনিয়নের মেম্বার মো. মোশারফ হোসেন নুনি মেম্বার জানান, ঐতিহ্যবাহী এই খেলাটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এ ধরনের আয়োজন ভবিষ্যতেও করা হবে।
শাহরিয়ার শাকির/এআরএস