Logo

সারাদেশ

কুমারখালীতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৭:৩৫

কুমারখালীতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে জহুরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর পদ্মার চরে এই ঘটনা ঘটে। জহুরুল ওই এলাকার মৃত চয়ন উদ্দিন মৃধার ছেলে।

নিহতের ভাতিজা আনোয়ার কবির বকুল জানান, সকালে কয়েকজন শ্রমিক নিয়ে ধান কাটতে নিজের জমিতে যান জহুরুল। সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। দুপুরে হঠাৎ বজ্রপাত হলে জহুরুল মাঠে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর