Logo

সারাদেশ

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা, আহত ৬

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৭:৪৩

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা, আহত ৬

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহ সদর উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে মোশাররফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে দিঘীরপাড় গ্রামে নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি।

নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের শমসের মোল্লার ছেলে। ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ছয়জন—আনিছুর রহমান, মতিয়ার রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর হোসেন ও নাহিদ। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী জানান, গ্রামে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগপন্থী দুটি গ্রুপের অনেকে যুবদল ও বিএনপিতে যোগ দেয়। এছাড়া পুরনো বিরোধের জেরে কয়েকদিন আগে তাদের মধ্যে সংঘর্ষ হয়।

বুধবার দুপুরে প্রতিপক্ষের লোকজন মোশাররফ হোসেনের বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

এম বুরহান উদ্দীন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর