মানিকগঞ্জে বিল্লাল হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড-যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৭:৫১

ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামে দর্জি বিল্লাল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভেজ হোসেন ওরফে সুমন শেখ এবং যাবজ্জীবনপ্রাপ্ত আলিম—দুজনই শিবালয় উপজেলার দক্ষিণখানপুর গ্রামের বাসিন্দা। পারভেজকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আলিমকেও ৩০ হাজার টাকা অর্থদণ্ডসহ একই মেয়াদের অনাদায়ী দণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বুলবুল আহমেদ গোলাপ জানান, ২০১৬ সালের ২ নভেম্বর রাতে বিল্লালকে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় এবং লাশ ফেলে দেওয়া হয় ইছামতি নদীর খালে। এ ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা বেগম হরিরামপুর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র জমা দিলে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।
আফ্রিদি আহাম্মেদ/এআরএস