Logo

সারাদেশ

কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের যুবককে পিটিয়ে হত্যা

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৮:০৫

কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের যুবককে পিটিয়ে হত্যা

মো. ইসমাইল পালোয়ান

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. ইসমাইল পালোয়ান (৪৬) নামে এক যুবককে হাতুড়ি পিটা ও পেরেক মেরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নবীল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইলের পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আদালতে বিচারাধীন এ বিরোধের মধ্যে এদিন ইসমাইল ও তার তিন ভাই ধান কাটতে গেলে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে ইসমাইল হাসপাতালে আনার আগেই মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঘটনার পর একজনকে আটক করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর