Logo

সারাদেশ

পটুয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৮:১১

পটুয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া এলাকায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকার অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইটবাড়িয়ার দূর্গাপুর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর। অভিযানে একটি ট্রাক থেকে ১ কোটি ৫৬ লাখ ৮০ হাজার পিচ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

এগুলি পটুয়াখালী সদর মৎস্য কর্মকর্তা অনুপ কুমার দাসের উপস্থিতিতে লাঊকাঠি নদীতে অবমুক্ত করা হয়। ট্রাক ও চালকসহ ২ জন হেল্পারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় অবৈধ মৎস্য আহরণ, পাচার ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

মোজাহিদুল ইসলাম নান্নু/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর