Logo

সারাদেশ

বাবার দাফন শেষে পরীক্ষার হলে ছেলে

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৮:২১

বাবার দাফন শেষে পরীক্ষার হলে ছেলে

ছবি : বাংলাদেশের খবর

বাবার জানাজা ও দাফন শেষে পরীক্ষার হলে গিয়ে দাখিল পরীক্ষা দিয়েছেন ছেলে মেহনাব হোসেন। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টায় বাবার দাফন শেষ করে তিনি পরীক্ষাকেন্দ্রে যান।

মেহনাব পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া রাব্বানীয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্র থেকে দাখিল পরীক্ষা দিচ্ছেন। তার বাবা জসিম উদ্দিন (৪৫) ছিলেন মালদ্বীপপ্রবাসী শ্রমিক। গত শনিবার মালদ্বীপের একটি হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মঙ্গলবার রাতে মরদেহ দেশে পৌঁছায়। সকালে জানাজা ও দাফনের পর পরীক্ষার প্রস্তুতি নেন মেহনাব। এ দৃশ্য দেখে স্থানীয় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

জসিম উদ্দিনের স্ত্রী মাসুমা আক্তার জানান, স্বামী প্রবাসে গিয়ে পরিবারের দুঃসময় দূর করতে চেয়েছিলেন। সন্তানদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল তাঁর। জানাজায় স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

আরিফুল ইসলাম সাগর/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর