Logo

সারাদেশ

বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবি কুড়িগ্রামের আইনজীবীদের

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৮:২৮

বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবি কুড়িগ্রামের আইনজীবীদের

ছবি : বাংলাদেশের খবর

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে সংগঠনটির জেলা শাখা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিচার বিভাগের দলীয়করণ ও দুর্নীতিতে লিপ্ত বিচারকদের অপসারণ করতে হবে। তারা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, তার কর্মকাণ্ডেই দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে।

বক্তারা আরও বলেন, বিচার বিভাগের দলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বক্তব্য দেন জেলা ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাড. আশরাফ আলী, সহ–দপ্তর সম্পাদক অ্যাড. শাহ আলী আহমেদ, সদস্য অ্যাড. আবু সাঈদ শিথীল, অ্যাড. মোছা. শাহানাজ পারভীন, অ্যাড. হারুন উর রশিদ, অ্যাড. নুর জামাল প্রমুখ।

ফজলুল করিম ফারাজী/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর