চাঁদপুরে জাটকা সংরক্ষণে দুই মাসে গ্রেপ্তার ৩৯৭ জেলে

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২০:৫৩
-6812394fa24b8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জাটকা সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে মার্চ-এপ্রিল দুই মাসে পদ্মা-মেঘনার চাঁদপুর অংশে ১ হাজার ৬৪টি অভিযান চালিয়ে ৩৯৭ জন জেলেকে গ্রেপ্তার করেছে জেলা টাস্কফোর্স।
জেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ জানায়, এই সময়ে ৫ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড, ১২৪ জনকে মোট ৩ লাখ ৩ হাজার ১০ টাকা জরিমানা এবং ২৬৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ সময় ৬.৭৬৬ মেট্রিক টন জাটকা, ৩.০৫২ মেট্রিক টন অন্যান্য মাছ, ১২ লাখ ৭০৫ মিটার কারেন্টজাল, ১৩টি বেহুন্দি জাল ও ৩৩৪টি অন্যান্য জাল জব্দ করা হয়।
নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, দুটি থানার আওতায় ছয়টি ইউনিটের অভিযানে আরও ১৮ মেট্রিক টন জাটকা, প্রায় ৯ কোটি ৯০ লাখ মিটার কারেন্টজাল এবং ১২৩টি নৌযান জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ২৬৮ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে ১১১টি মামলা।
মৎস্য কর্মকর্তারা জানান, ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই কঠোর অভিযান পরিচালিত হয়েছে। তারা আশা করছেন, এর সুফল পাবেন জেলার প্রায় ৪৩ হাজার জেলে।
আলআমিন ভূঁইয়া/এআরএস