Logo

সারাদেশ

নলডাঙ্গায় পিকআপ-ভ্যান সংঘর্ষে পাট ব্যবসায়ী নিহত

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২০:৫৯

নলডাঙ্গায় পিকআপ-ভ্যান সংঘর্ষে পাট ব্যবসায়ী নিহত

ছবি : বাংলাদেশের খবর

নাটোরের নলডাঙ্গায় পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শফির মিনা (৭০) নামে এক পাট ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৯ বছর বয়সী একটি শিশু।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় কাশিফুল উলুম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফির মিনা উপজেলার বাঁশিলা গ্রামের বাসিন্দা। আহত শিশু তাজিম তাঁর শ্যালকের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিকেলে হাট থেকে পেঁয়াজ বিক্রি করে শফির মিনা ও তাজিম ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শফির মিনার মৃত্যু হয়। আহত তাজিমকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি রফিকুল।

মেহেদী হাসান তানিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর