Logo

সারাদেশ

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে বিএটিবির চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২১:০৯

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে বিএটিবির চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে খুলনা শ্রম আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) কুষ্টিয়ার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) ফারজুন ইসলাম এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন—বিএটিবির ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, হেড অব অপারেশনস জর্জ লুইস মার্সেডো, সিনিয়র লিগ্যাল কাউন্সেল সৈয়দ আফজাল হোসেন এবং কুষ্টিয়া লিফ ফ্যাক্টরির প্ল্যান্ট ম্যানেজার মুকিত আহমেদ চৌধুরী।

এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার অফিসের উপ-মহাপরিদর্শক ফরহাদ ওহাব বাংলাদেশের খবরকে বলেন, শ্রম আইনের বিধান না মানায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। খুলনা  শ্রম আদালতে মামলাটি করা হয়েছে।

উল্লেখ্য, কয়েক বছর ধরেই বিএটিবির বিরুদ্ধে শ্রমিকদের মধ্যে বঞ্চনার অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ এপ্রিল থেকে কুষ্টিয়ার চৌড়হাসে বিএটি লিফ ফ্যাক্টরির সামনে মৌসুমি শ্রমিকরা ২২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—একবারে স্থায়ী নিয়োগপত্র প্রদান, লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের মধ্যে বণ্টন, প্রভিডেন্ট ফান্ড সুবিধা, শ্রমিকদের জন্য ঝুঁকি বিমা এবং ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা।

শ্রমিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও কর্তৃপক্ষ দাবি মানছে না। তারা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর