Logo

সারাদেশ

সাভারে পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২১:১২

সাভারে পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিক রোকসানা আক্তারকে (২০) গলা কেটে ও আগুন দিয়ে হত্যার ঘটনায় স্বামী মো. সোহাগকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (৩০ এপ্রিল) র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগরের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, রংপুরের মিঠাপুকুর থানার ইমাদপুর তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৪ ও র‌্যাব-১৩ এর যৌথ দল সোহাগকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, বিয়ের পর থেকেই রোকসানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন সোহাগ। গত ২০ এপ্রিল সকালে নিহতের বড় বোন রওশনারা পাশের বাসার ভাড়াটিয়ার ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে রোকসানার গলায় কাটা দাগ ও আগুনে পোড়ার চিহ্ন দেখতে পান।

ঘটনার পর রওশনারা বেগম আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে তদন্তে নেমে র‌্যাব মূল আসামিকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার সোহাগকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর