বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

হিলি প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২১:১৫
-68123eaa85b0a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার, ওষুধ বিতরণ, চিকিৎসা সেবা ও বিভিন্ন টেস্টে অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক খাইরুল আলম।
তিনি বলেন, ‘সাদা পোশাকে প্রথমে অভিযান চালিয়ে রোগীদের খাবার সরবরাহে অনিয়ম ধরা পড়ে। নির্ধারিত মাংসের বদলে মাছ দেওয়া হয়। ওষুধ বিতরণেও অনিয়ম রয়েছে, ওষুধ রেজিস্টার দীর্ঘদিন ধরে হালনাগাদ হয়নি।’
তিনি জানান, হাসপাতালে থাকা কোটি টাকার ল্যাব মেশিন থাকা সত্ত্বেও রোগীরা বাইরে থেকে টেস্ট করাচ্ছেন। কারণ হিসেবে দেখা গেছে, দুই ল্যাব সহকারীর একজনের স্ত্রীর এবং অন্যজনের বাবার নামে রয়েছে আলাদা দুটি ক্লিনিক।
দুদকের সহকারী পরিচালক ইসমাঈল হোসেন বলেন, ‘উপজেলায় রোগীর সংখ্যা অনুযায়ী টেস্ট হওয়ার কথা থাকলেও মাত্র পাঁচ-ছয়জন রোগীর টেস্ট দেখানো হয়েছে। ধারণা করছি, দালালের মাধ্যমে রোগীদের ক্লিনিকে পাঠানো হচ্ছে। এ বিষয়ে ল্যাব সহকারীদের বদলি ও খাবারের ঠিকাদার-পরিদর্শন কর্মকর্তাকে শোকজের সুপারিশ করা হয়েছে।’
জানা গেছে, মেডিকেল টেকনোলজিস্ট ইয়াছিন আলীর স্ত্রীর নামে রয়েছে ‘নাজমা ডায়াগনস্টিক সেন্টার’ এবং মেডিকেল টেকনোলজিস্ট শাহআল এমরানের বাবার নামে রয়েছে ‘রাজু ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক’। এ ছাড়া শাহআল এমরানের স্ত্রী মঞ্জুরা আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট পদে কর্মরত।
অভিযানের সময় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহারিয়ার পারভেজসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
লুৎফর রহমান/এআরএস