Logo

সারাদেশ

জামালপুরে নাশকতা মামলায় আ.লীগ নেতা কামরুজ্জামান গ্রেপ্তার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২১:১৯

জামালপুরে নাশকতা মামলায় আ.লীগ নেতা কামরুজ্জামান গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে শহরের কাচারীপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জামালপুর ডিবির ওসি মো. নাজমুস সাকিব।

পুলিশ জানায়, নাশকতার ৩টি মামলায় তিনি মেলান্দহ থানায় পলাতক আসামি ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো তদন্তাধীন রয়েছে।

মেহেদী হাসান/এআরএস


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর