Logo

সারাদেশ

শিবচরে প্রতিবন্ধী ছেলেকে নদীতে ফেলে দিলেন মা

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২১:৩২

শিবচরে প্রতিবন্ধী ছেলেকে নদীতে ফেলে দিলেন মা

ছবি : বাংলাদেশের খবর

মাদারীপুরের শিবচরে প্রতিবন্ধী ছেলেকে নদীতে ফেলে দিয়েছেন এক মা। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচ্চামারা এলাকায় আড়িয়াল খাঁ সেতুর ওপর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই এক নারী তার দুই সন্তানকে নিয়ে সেতুর রেলিংয়ের ওপর বসে ছিলেন। সন্ধ্যায় চলাচল কমে গেলে তিনি হঠাৎ করে প্রতিবন্ধী ছেলেটিকে নদীতে ফেলে দেন। পরে স্থানীয়রা ওই নারীকে ধরে ফেলেন।

জানা গেছে, ওই নারীর নাম রিজিয়া বেগম (৪৫)। মৃত আজগর হাওলাদারের স্ত্রী রিজিয়া বেগম বলেন, নদীতে ফেলে দেওয়া ছেলে নাসির উদ্দিন (১৫) জন্ম থেকেই প্রতিবন্ধী। স্বামী মারা যাওয়ার পর সংসারের বোঝা তিনি আর সহ্য করতে পারছিলেন না।

ঘটনার প্রত্যক্ষদর্শী আইসক্রিম বিক্রেতা নুর আলম বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানালে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ইমরান শিল্পীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিজিয়া বেগম ও তার মেয়েকে হেফাজতে নেয়।

এ বিষয়ে শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ফায়ার সার্ভিসকে উদ্ধার অভিযানের জন্য জানানো হয়েছে।

তবে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত শিশুটিকে উদ্ধারে কেউ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

মো. খলিল মিয়া/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর