Logo

সারাদেশ

টঙ্গীবাড়িতে এক রাতে ১৪ কবর খুঁড়ে কঙ্কাল চুরি, এলাকাবাসীর ক্ষোভ

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২১:৪১

টঙ্গীবাড়িতে এক রাতে ১৪ কবর খুঁড়ে কঙ্কাল চুরি, এলাকাবাসীর ক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং কবরস্থান থেকে এক রাতেই ১৪টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ কোনো চোরের দল কবরগুলো খুড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে কঙ্কালগুলো চুরি হয় বলে অভিযোগ করেন তারা।

বুধবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকার শত শত মানুষ কবরস্থানে উপস্থিত হয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

ভিটি মালধা গ্রামের পনির মোল্লা জানান, গতকাল তার মা মারা যাওয়ার পর সকালে কবর খুঁড়তে গিয়ে পাশের কিছু কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। স্থানীয়রা এসে দেখে, প্রায় ১৬টি কবর একইভাবে খুঁড়ে রাখা ছিল।

স্থানীয় সুমন মোল্লা জানান, তার বাবার কবরের মাথা ছিঁড়ে নিয়ে গেছে চোরেরা, তবে বাকি অংশ কবরে রয়েছে।

গোরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আক্তার শেখ জানান, ৭/৮টি কবরের কঙ্কাল পাওয়া যায়নি।

এলাকার জনগণ ও জনপ্রতিনিধিরা ঘটনার দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। টঙ্গীবাড়ি থানার ওসি মো. মহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর