Logo

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার অপব্যবহারের প্রতিবাদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৫, ০৮:৪৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার অপব্যবহারের প্রতিবাদ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে একটি মিছিল চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ। 

বুধবার (৩০ এপ্রিল) রাতে মুরাদনগর জেলা পরিষদ মার্কেটে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগরের আহ্বায়ক উবাইদুল হক সিদ্দিকী, আসিফ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ দাবি করেন, মুরাদনগরের মিছিলের সাথে কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু রাজনৈতিক কর্মী স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ভয় দেখিয়ে মিছিলে অংশ নিতে বাধ্য করেছে। তাদের মতে, এই মিছিলের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ব্যানারটি বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।  

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছিল, সেই ঐতিহাসিক ব্যানারটিকে ব্যবহার করে উপদেষ্টার মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হচ্ছে। তারা এই ধরনের হীন উদ্দেশ্যপ্রণোদিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এদিকে, মিছিলের সঙ্গে জড়িতদের ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কঠোর শাস্তির দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নেতৃবৃন্দ বলেন, অন্যথায় ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অননুমোদিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

  • এমএমআই/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর