Logo

সারাদেশ

শ্রমিক-মালিক ঐক্য গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে মে দিবস পালিত

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৫, ১০:৫৭

শ্রমিক-মালিক ঐক্য গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে মে দিবস পালিত

‘শ্রমিক মালিক এক হয়ে, গড়ব দেশ নতুন করে’ এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত।

বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

পরে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে টাউহল প্রাঙ্গণে গিয়ে শেষ। সেখানে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক মো. মুফিদুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবুবকর সিদ্দিক, জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মো. মুফিদুল ইসলাম মোহন ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বকর সিদ্দিক মানিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকগণ।

আলোচনা শেষে শ্রমিকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

  • নাজমুস সাকিব/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর