Logo

সারাদেশ

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৫, ১১:১৪

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

অভিযুক্ত শিক্ষক

নওগাঁর মান্দায় এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।

বুধবার (৩০ এপ্রিল) মান্দা থানায় প্রধান শিক্ষক আকরাম হোসেন ও তার প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে গোপনে বিয়ে করে তৃতীয় স্ত্রী হিসেবে ঘরে তুলেন প্রধান শিক্ষক আকরাম হোসেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিভাবক ও স্থানীয়দের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা।

ঘটনার পর প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।

অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি উপজেলা পরিষদ হলরুমে শুনানি গ্রহণ করে। শুনানিতে আকরাম হোসেন ছাত্রীর সঙ্গে বিয়ের বিষয়টি অস্বীকার করেন। তবে তার বক্তব্যে সন্তুষ্ট না হয়ে ক্ষোভে ফেটে পড়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।  

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আকরাম হোসেন ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • এমএ রাজ্জাক/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর