Logo

সারাদেশ

মোবাইল চুরির অভিযোগে রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৫, ১১:৩৪

মোবাইল চুরির অভিযোগে রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

নাটোরে মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে খোরশেদ আলী নামে এক রিকশাচালককে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত (ঘাতক) এসএসসি পরীক্ষার্থী সোলেমান পলাতক রয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নাটোর সদর উপজেলার তেগাছী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলী ওই গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ঢাকায় রিকশা চালাতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে এসএসসি পরীক্ষার্থী সোলেমানের মোবাইল ফোন হারিয়ে যায়। পরে সে খোরশেদ আলীর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ তোলে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সন্ধ্যার দিকে সোলেমান খোরশেদ আলীর গলায় ছুরি মেরে পালিয়ে যায়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত কিশোর সোলেমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।

  • মেহেদী হাসান তানিম/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর