
মে দিবস ও সাপ্তাহিক ছুটির সুযোগে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের ঢল নেমেছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া ভ্রমণপ্রেমীদের ভিড় বৃহস্পতিবার আরও বাড়ছে। সৈকতজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী জানান, মে দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে কুয়াকাটার প্রায় ৮০ শতাংশ হোটেল ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। বাকি হোটেলগুলোতেও জায়গা পাওয়া মুশকিল।
সৈকতের জিরো পয়েন্ট থেকে লেম্বুর চর, রাখাইন পল্লী ও মিশ্রপাড়া—সব দর্শনীয় স্থানেই দেখা গেছে উপচে পড়া পর্যটক। কেউ সাগরের পানিতে ঝাঁপ দিচ্ছে, কেউ দল বেঁধে সেলফি তুলছে। শিশু-কিশোরদের উল্লাস আর বড়দের অবসর-উপভোগ মিলিয়ে সৈকতে যেন উৎসবের আমেজ বিরাজ করছে।
ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক মাসুম রানা বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। এখানকার সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখতে আসা সার্থক মনে হচ্ছে। টানা ছুটি উপলক্ষে অনেক বেশি পর্যটক থাকায় আনন্দ পাওয়া যাচ্ছে।
পর্যটকদের উপস্থিতিতে জমে উঠেছে স্থানীয় ব্যবসাও। সৈকতের পাশে চা বিক্রেতা মো. সোবাহান বলেন, বুধবার বিকেল থেকেই পর্যটক আসছে। এখন ভালো বিক্রি হচ্ছে।
ক্যামেরাম্যান আলমাছ বলেন, তিন দিনের ছুটির সুযোগে পর্যটকের সংখ্যা বাড়ছে। আশা করছি বিক্রি আরও বাড়বে।
নিরাপত্তা ও সেবায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, মে দিবস ও সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা অনেক বেশি। আমরা পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে মোবাইল টিমসহ নানা প্রস্তুতি নিয়েছি। পর্যটকদের সচেতন করতে সার্বক্ষণিক মাইকিং করা হচ্ছে।
- জাকারিয়া জাহিদ/এটিআর