শ্রমিক দিবসেই কারখানায় গ্যাসের মিটার বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২৫, ১২:২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের মিটার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন, সাইফুল, কবির ও হান্নান।
জানা গেছে, নাইট শিফট শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে অতিরিক্ত গ্যাসচাপে বিকট শব্দে দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এতে নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন।
হঠাৎ বিস্ফোরণ ও আগুনে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় ছুটে আসেন। তবে দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধদের ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন,‘বিস্ফোরণের খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয়রা আগেই আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ কারখানায় গেছে। শুনেছি তিনজন দগ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’