-68132224c2cec.jpg)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার ও কুমিল্লার দাউদকান্দি এলাকায় ৮ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার পর থেকে গজারিয়ার কুমিল্লামুখী লেনে যানজট শুরু হয়। এর আগে ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার চান্দিনা অংশে একটি সড়ক দুর্ঘটনার কারণে দীর্ঘ যানজটের সূত্রপাত হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়ি দ্রুত সরিয়ে নেওয়া হলেও যানজট দীর্ঘ হয় দুই পাশেই।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে অবস্থান করে দেখা গেছে, গরমে তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ঢাকা থেকে গৌরীপুরগামী ট্রাকচালক আলী হোসেন জানান, জামালদী থেকে যানজটে পড়েছি, ভাটেরচর আসতে দেড় ঘণ্টা লেগে গেছে।
ঢাকা থেকে পরিবার নিয়ে গ্রামে যাচ্ছিলেন আমিরুল ইসলাম। তিনি বলেন, তিন দিনের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছি। কিন্তু যানজটে পরিবারসহ কষ্টে আছি, গরমে খুবই অস্বস্তিকর অবস্থা।
জৌনপুর পরিবহনের বাস চালক রফিক জানান, ভবেরচর থেকে বাউশিয়া পর্যন্ত এক ঘণ্টা সময় লেগেছে। এখন আধাঘণ্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছি, গাড়ি কখন চলবে জানি না।
ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শওকত হোসেন জানান, সকাল সাড়ে দশটার পর থেকে গজারিয়ায় কুমিল্লা মুখী লেনে যানজট দেখা দেয়। চান্দিনার দুর্ঘটনার গাড়ি সরিয়ে ফেলা হয়েছে। পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। শিগগিরই অবস্থা স্বাভাবিক হবে।
- আবু সাইদ আপন/এটিআর