Logo

সারাদেশ

মেহেরপুরে সড়কে ঝরল শ্রমিকের প্রাণ

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৫, ১৩:৪২

মেহেরপুরে সড়কে ঝরল শ্রমিকের প্রাণ

মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি লাটাহাম্বারের মুখোমুখি সংঘর্ষে তন্ময় হোসেন (১৬) নামের এক কিশোর শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টার দিকে উপজেলার আকুবপুর ফোর স্টার ইটভাটার সামনে এই ঘটনা ঘটে।

নিহত তন্ময় একই এলাকার এখলাছুর রহমানের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল। তিনি বলেন,তন্ময় হোসেন চলন্ত একটি লাটাহাম্বারের ওপর বসে ছিলেন। গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা অপর একটি লাটাহাম্বাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তন্ময় ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।  নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • আকতারুজ্জামান/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর